রামকিশোর ভট্টাচার্য-র কবিতা
এক.
কয়েকটি মন ওম পোয়াচ্ছে দুশ্চিন্তার পাশে ৷
ছাই ছড়িয়ে পড়ে থাকা সন্ধ্যায় হাঁ হয় সব্বাই ৷
আমাদের স্বপ্ন – বসানো বারান্দার নিচে
বসে থাকা নিখুঁত নৈঃশব্দের দল যতদূর পৌঁছয়
কেউ কেউ তাদের আবর্জনা ভাবে ৷ অথচ
মানিয়ে নেওয়ার সমীকরণ সব ঝাঁপিয়ে পড়ছে
দেখেও আড়চোখ…বাঁকা চোখ..ত্যারছা চোখের দল
তার গঠন কৌশল নিয়ে গবেষণা করে ৷ আমৃত্যু
কাঙাল তারা , নিজেদের মুড়ে রাখে সুনিবিড়
যত্ন ছায়ায় ! মাভাষাও বদলে যায় ছায়াদের
পুত্রকন্যার ৷ শিরদাঁড়ার ভিতর নিভে যাওয়া
আলোদের স্বরবর্ণ কত , হারিয়েছে জন্মনাম,
আহা তবু মোহের খুশবু নিয়ে টলমল
উপত্যকার অপেক্ষা-বিকেল ….
দুই .
তর্কে তর্কে ইমেজারি গড়ি , খুনসুটি খেলে যায়
মগজের কোষে ৷ পরীক্ষা শুরুর আগে চূড়ান্ত
কূটনীতি ৷ বন্ধুর বান্ধবী তখন শুধুই সাসপেন্স ৷
রসায়ন বদলে যায় পথের দু’পাশে ৷ যদিও
ইঙ্গিত থাকে , আরম্ভ থাকে না ৷ হাওয়ায় গন্ধ
ভাসে আড়মোড়া ঢঙে ৷ কারা যেন হাতঘড়ি ,
তদন্ত প্রস্তাবের আগে কারা যেন মনখারাপের-
দুপুর হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিভা লাবণ্যের পাশে
ভাতের থিয়োরি নিয়ে গন্ধ আসে, দুঃখের মধ্যেও
আহা কত ইমেজিরি গোপন কথার !কোনো এক
প্রসবের দিনে ভূমিক্ষয় , বৃক্ষচ্ছেদ মোচড় ঝাপটায়
কয়েক ছটাক অভিমানের ভিতর…
তিন .
একটা ভয় দাঁড়িয়ে থাকে আর একটা ভয়ের
পাশাপাশি ৷ যত খিল্লি শাখা বাড়াতে বাড়াতে
গাঢ় হয়ে যায় প্রতি কোণে কোণে ৷ মন থেকে
বেরিয়ে আসা রাস্তা কোনো ইঙ্গিতেই এসব নিয়ে
ঘামায় না মাথা ৷ শুধু আঁধারের আঙুল ধরে
চলে যায় মৃত্যু জেগে উঠবে যে দিকে ৷ একটা
কমদামী ভোর ইশারায় ডাকে ৷ ডাকের ভিতর
কোনো মদ গন্ধ থাকার কথা নয় ৷ তবু
গন্ধ নাচে চোখের চারপাশে ৷ থলথলে ভ্যাপসানো ভয়
পৃথিবী পেরিয়ে , আকাশ -খানখান করে চলে যায় হারিয়ে যাওয়া
গল্পদের সঙ্গে ৷ তুমি জতুগৃহের একাকী প্রদীপ
চোখ মুছতে মুছতে ঈশ্বর আউড়াও ৷ ভাবো
পোড়াগন্ধেরও একটা নাক থাকা দরকার …
Posted in: July 2021 - Cover Story, POETRY
তিনটিই ভালো লাগলো দাদা, তবে প্রথমটি বেশি ভালো লাগলো