প্রবীর রায়-এর কবিতা

প্রস্তুতি

ছেঁড়া ছাতা শিক উঁচিয়ে
খোঁচা মারছে বৃষ্টিকে
এভাবে সে তার প্রভুকে আড়াল করবে কতদিন
তৈরি হচ্ছে হাওয়া
উড়িয়ে নিয়ে যাবে সব কপটতা একদিন

অসামাজিক

অনবরত বৃষ্টি এমন কী ঝড়াচ্ছে
মানুষের ভিতরে থকথকে
পা ফেলা যাচ্ছেনা
একসময় মেঘদিবসে উৎসব হত
পা ফেলে আশ্রয় পাওয়া যেত
চিরকুটেই উড়ে যেত প্রেমের সংলাপ

আড়ালকথা

মেঘ জমানো ফ্যাকাসে মুখগুলি
আঁকা হচ্ছে আজকাল
তারা বৃষ্টি চাইছে ভিতরে
খোলসের আবহাওয়া গুমোট নিয়ে
আশ্বাস দিয়ে যাচ্ছে
বাজারের ভীড়ে নিয়ন্ত্রণ
তবু এইসব বোঝা যায়

Facebook Comments

Leave a Reply