প্রবুদ্ধ ঘোষ-এর কবিতা

‘তার সাথে হয়নাক দেখা’

ফড়িংকে কী সহজে মেরে ফেলা যায়!
ডানাদু’টো ছেঁটে দিতে হয়, পায়ে সুতো
ছোট থেকে জানি পিঁপড়ে পিষে দিতে হয়
আরশোলা থ্যাঁৎলালে ফ্যাট্‌ ক’রে সাদা রস…

এখন ভোরের কাছে নিশ্চিন্তি চাই নানা অজুহাতে
বিকেলে মানত- স্বার্থের সুতোয় বাঁধা ঢিল
গ্লাসের গা থেকে সন্ধ্যেয় বরফজল মুছে যায় দ্রুত
যেমন মনখারাপেরা ব্যক্তিগত যুদ্ধসাজ খোলে।

এখন ফড়িং নিয়ে কবিতা লিখি ম্যাগাজিনে।
কিবোর্ডে ব্যাকস্পেস মিথ্যেটুকু জানে
সাঁকোর ওপারে কেউ ডাক দিলে আজও
অজুহাত খুঁজে পেতে তিনটে ইমোজি যায়-

রোম্যান্টিক অপচয়ে সম্ভাবনা বজ্রবিদ্যুৎ
ফড়িং ছিঁড়ে ক্লান্ত লাগে কি খুব?
পাপবোধ? দ্রুত থিতু হয় স্টেটাস-ফিলিঙে
বহুযুগ আগে মৃত তারার খোয়াব, এলোমেলো

ভালবাসা, জানো, দোয়াটুকু সৎ ছিল!?

ভাঙা আখরের শোকের গুমোট

বৃষ্টি হয়নি আর
কবেকার মেঘ তবু জমে থাকে অভ্যেসবশে
বিদ্যুৎ চালাচালি ক’রে, গল্পগুজব সেরে
ফিরে যায় রামগিরি- পরিযান শেষে।
চিঠিও পায়নি কেউ, বার্তা ঝরে গেছে অগোচরে…
শুধু শুকনো ঠোঁটেরা জানে আরও নুনছাল উঠে যাবে
রক্তের ঝোঁকে।
যক্ষ ফিরে যাবে বিগত আষাঢ়ে, স্মৃতিকামুক
কোনও আর্দ্র অভিমানে।
গুমোট দৃশ্য বুকে ফের মেঘ ভার হবে,
অভ্যেসবশে সেই বিদ্যুৎ চালাচালি
চিঠির বাক্যেরা গুমরোয় ভাঙা আখরের শোকে-
বৃষ্টি হবেনা আর?
পুড়ে পুড়ে যক্ষেরা মিথ্‌ হয়ে যাবে?!

আইসক্রিম কবিতা- ১

ওহে সিসিফাস, থামো
অনেক তুলেছো পাথর হিরণ্ময় নিস্তব্ধতা ভেঙে
ওঠেনি কিছুই। জিভ আর মুঠো গলে পড়ে গেছে।
ঘামরক্তে ঝরে গেছে ইচ্ছেরা কবে, ফসিলকথন শুধু।
অনেকে পেরোচ্ছে আলো, কাঁখে বুকে ঘরবাড়ি চেপে
পথে মরে গেছে- লেবুগন্ধ উঠোনদুয়ারের স্বপ্নে স্বপ্নে।
ওহে সিসিফাস, পাথর গড়াতে দাও। তাকাও।
আইসক্রিমের ঠাণ্ডা আমার দু’হাতে, তোমারও, সিসিফাস।
ফ্রিজ থেকে বেরোচ্ছে মরা-মাছ ডেমোক্র্যাসি, খোলা চোখ
সবেতে নজরদারি; চেটে খাচ্ছে ক্রিমস্বাদু আমাদের

দেখো সিসিফাস, তুচ্ছ ভ্যানিলাও খুনী হয়ে ওঠে
হিংস্র বিকেলে।
বিকল্প ফুরিয়ে এলে

Facebook Comments

Leave a Reply