পিয়াস মজিদ-এর কবিতা

মেঘের কলোনি

ভুতুড়ে ভবনে এই নিঃস্বের নিশ্বাস তুলে রাখি কার জন্যে!
মনের মরুতে যা কিছু বর্ষণ;
শ্রাবণ-বিবরণ-
তা আমি ভুলে গেছি
একদা জ্যোৎস্নাজীবী
অধুনা বিস্মরণে বাঁচি।
তোমার বুকের বইয়ে
ভাঁজ করা গোলাপ শুকোলে
শোনা যায় গোলাপের
সুবাসিত জিকির-অতল।
পথ চলি,
পথের পাশের দীর্ঘকায় দালান
পথিকের পকেটের
বামনত্ব বোঝায়।
সেই সন্ধ্যার সিনট্যাক্সকে
হারানো মহল্লার
অমাবতী-ইঙ্গিত ঠাউরে
নক্ষত্ররসের দারবারে
ভুলভাল কড়া নাড়ি।
করমচার ছায়ায় ছেয়ে থাকা
নিষ্ফল-যৌবন;
ঘাসকথার রূপ
আর
রূপকথার ঘাস
ছুঁয়ে পাড়ি দেয়
পাপের পারাবার।
জাহান্নামের জহরত,
প্রেতপুষ্পের পরিসর,
আলোর অন্তর্বাসে
গঠিত ছিল
মেঘমাতৃক গতকাল।
আজ সে জমাট মেঘ ফেটে
তারাদের তল্লাটে
সব কাঁচা কবরের আঁধারগুচ্ছে
লাশের স্পন্দনে,
ঊষর এইসব
বেঁচে থাকার উপরে
বৃষ্টি
শুধু বৃষ্টি ঝরে পড়ে।

রৌদ্ররচিত

বৃষ্টির রাইমগুলো
তাদের আউড়ানো ছাড়া
কোনো বিকল্প রাখছে না।
ক্ষণতনুর তরবারিতেও
জমে যাচ্ছে
মহাকালের মেঘ।
ঘুমন্ত কম্বলেরা
হঠাৎ জেগে ওঠার
অবকাশ পাচ্ছে।
জলমগ্ন আমার চ্যাটবক্সে
তবু উঁকিঝুঁকি দিচ্ছে
ডানকুনির কাণ্ডজ্ঞানহীন রোদ।
তোমার অক্ষরের প্রবাসী পায়রা
বজ্রগর্ভ ঢাকাই জুলাইয়ের গায়ে
ছড়িয়ে দিতে থাকছে
হালফিল কানাডার
দুঃসহ দাবানল।

Facebook Comments

Leave a Reply