পিয়াল দাস-এর কবিতা

প্রেম

প্রেম জুটে যাবে –
হোঁচট খেতে খেতে দেখেছি
আবার প্রেমিক সেই
হাত ধরে নিয়ে চলে। সখা মোর-
দুরন্ত স্রোতের টানে চকিতেই সামলে দেয়
আমার পৃথিবী।
আমাদের চোখ কান খোলা,
চলতে হয়, রাস্তা দেখে দেখে,
বামদিকে দুর্বল হৃদয়, তবু নৌকা
বেয়ে চলে আমার প্রেমিক,
পৃথিবী বদলে দেবে- আমার পৃথিবী।
অন্ধকারে পড়ে রবে নাট মন্দির,
হলুদ গোলাপের গাছ।
প্রেম জুটে যায়,
যতক্ষণ বুকে থাকে অস্থির হৃদয়।

প্রজাপতি এবং প্রজাপতি

একটা প্রজাপতি কাঁধের ব্যাগ লাগবে,
কিম্বা ফড়িং আঁকা কফি মগ
তুমি কিনে দিলে রোজ দেখবো,
আর ভাববো, তুমি বুঝি উড়তে শেখালে।
উড়নচণ্ডী ঘাপটি মেরে ঘরে বসে বৃষ্টি দেখবে
আর ভাববে,
ইশ, যদি শহর – রাস্তা জল থৈ থৈ না হতো
গড়িয়াহাটের বাজারে তোমার সাথে দেখা হতে পারতো,
কিম্বা শ্যামবাজারের পুরোনো রেকর্ডের দোকানটায়।
অনেকক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ফের যে যার
ডেরায়।
আমার একটা বয়াম ভরা প্রজাপতি লাগবে।
রোজ দেখবো আর ভাববো,
তুমি উড়তে শেখালে, কিন্তু বয়ামের ঢাকনা আঁটা।

২২জুলাইয়ে

এই ধরে নাও পাশ ফিরেছি
ঘুম আসেনি, হুতুম পেঁচার সই –
বুড়ো সাধু হাঁক পেড়েছে,
সঙ্গে তাঁহার সগ্গে যাবার মই।
এইতো হেথায় কুঞ্জছায়ায় কুঁজো হয়ে বসলে,
খানিকটা গায় আখতারি বাঈ, খানিক আশা ভোঁসলে।
দিব্যি আছে,
দাঁত কপাটি খিচিয়ে তাকায়, অমা!
পায়ে পাড়া দিলাম বলে চাইতে হবে ক্ষমা?
অসভ্যরা এসব ভুলে দিব্যি বেঁচে আছে,
অটোয় চড়ে এদিক ওদিক ঘুরতে গেছে কাছেই।
মধ্যিখানে বদ্যি বুড়ো ষাঁড়ের মত ছুটে এলো যেই,
তার চোখে লাল কাপড় বাঁধার আশা রাখছি –
অপেক্ষার চেয়ে বড় শাস্তি নেই।

Facebook Comments

Leave a Reply