পলাশ দে-র কবিতা
সাঁতার
মাটি আঁকড়ে হাওয়ায় দুলতে দুলতে মেঘাকাশ ছিন্ন প্রায়
কোমরে শেকড় হেইয়ো হো হেইয়ো হো পাখি ধর্ষণ
এক পায়ে সমুদ্র মন্থন দৃশ্য দূষণের পাহাড় জাপটে ধরে অন্য পা
অন্ধ এসে নিয়ে নিয়ে যায় ,সুর
এই তো তুমি সাঁতার সাঁতার শিখে যাচ্ছে
হেলাফেলা
হেলাফেলা তুমি টাইম ফুল ফোটার দিকে তাকিয়ে থাকো
খেয়াল নেই কখন ভাত উথলে পড়ে গেছে মানচিত্রে
কেটে রাখা তরকারি নিজেরাই নিজেদের ড্রেসিং করে তোমার অপেক্ষায়
আর সজনে ডাঁটা কি করেছে জানো !
তুমি আনমনা হতেই দরজার ফাঁক গলে সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে নেমে ভোঁওওও
হাহাহা
কোথাও কোন বাদ্যযন্ত্র নেই তবু কিভাবে হংসধ্বনি বেজে চলেছে
গলা চিরে কীর্তনীয়া ডেকেই যাচ্ছে মায়া মায়া
আর পাখি কিভাবে জানে গো সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত তোমার বারান্দায় শুরু হবে নতুন বাসার ঠিকানা
ধরে রাখা যাচ্ছে না স্বভাব অভাব হরতাল
Posted in: July 2021 - Cover Story, POETRY