নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
ছায়াবিনিময়
অথচ বাষ্পের ভেতর যত পাথর
বড় হচ্ছে
একটা মুগ্ধ সিনট্যাক্স
কে
সম্পর্ক বলে ডাকছে
ছায়াবিনিময় করতে করতে
চলে যাচ্ছে
ভাষার গভীরে
পিঙ্ক শুধু একটা কোড হয়ে
নয়া তোরণের ঠিক নীচেই
একটা ফ্যাকাশে দিন
কাট ইট
কাট দ্য শট
জানলায় টুপি নামিয়ে
দানা দানা
অভ্যাস নামের ঋতু রাখছে…
জলের পতাকা
নিবিষ্ট
একটা
গান খুলে পড়ে যাওয়া মন
স্যুইচ করছে
পরস্পরবিরোধী কিছু তথ্যের ভেতর দিয়ে
বড় হচ্ছে
দিন এক আচমনবাহার
রঙ ভেবে ভেবে
অন্যমনস্ক কেমন
ব্যবহার এসে পড়ল ক্যামেরায়
শ্লীল
যে কাঁচের মতো
এই দ্বিধা
জলের পতাকা
জল হয়ে
শরীর খুলে ফেলছে…
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY