নীলাদ্রি দেব-এর কবিতা

অন্য বর্ষার ছাতা




এক.

মুখোমুখি কিছু ছায়া
পরস্পর কথা বলে
মেঘেদের ছায়া
হাওয়ায় ভেসে আসা জলকদমের শ্বাস
                       দীর্ঘ স্বরের মতো বাজে  
চিতলের আঁশ ছুঁয়ে আলো ছুটে গেলে
                  নুয়ে আসে বাঁশ গাছ, মায়া
নাম না জানা ফুল, লতা
                শাদাকালো ছবির মতো স্থির

সমান্তরালে ছোট বৃত্ত, লাল অ্যাক্রিলিক



দুই.

তারা উবে গেল
দীর্ঘ রাতে গড়িয়ে যাচ্ছে জলরঙ
দেখেছি, বৃদ্ধ পাতা প্রপাত কৌশল কিছু বোঝেনি
ঝরে গেছে
শেষ রাতের উঠোনে ছিন্নমূল পাখির পালক
ভান I ভান করে কেটে যায় রাতের ছায়ার নিচে
                                                   আস্ত জীবন
ঋতু ঘোরে, মেঘ রাগ বিদ্যুতের তারে

আর আড়ালে শুকোতে দিই নিয়ন রঙের ছাতা

Facebook Comments

Leave a Reply