মুক্তি মণ্ডল-এর কবিতা

আহবান




এসো, বর্ষা শিহরণে
তুমি বিনুনী খুলে দাঁড়াও,
বাজুক জলের গান নিঃশব্দ দরোজার ওপার।
মরমি হাওয়া থেকে
উঠে আসুক স্নিগ্ধ সিম্ফনি,
গভীর নদীর ঘ্রাণ, যার গন্ধ মুছতে পারিনা।
এই বর্ষাদিনে, জলে,
বিষাদের মতো
ভিজে আছে যেইসব পাতাদের প্রাণ,
হলুদ শিরার কাছে
ঠোঁট রাখ তুমি,
প্রতীতি পূর্ণতা পাক জলের খামারে।



প্রতীক্ষা




এই বর্ষার আড়ালে, মেঘলা রাতের
ভোরে মনে পড়ে যাকে, সে প্রখর রৌদ্রে
ফিরে গেছে দূর বনে।
যেই বনাঞ্চলে সে এখন ফুলে ফুলে,
একা একা ঘোরে।
কথা বলে মনে মনে, পাতার শিরায়,
লতাগুল্মে ঘুরে ঘুরে, কাকে যেন খোঁজে।
থিতু হতে চায় সেও নানাবিধ ফলে,
মিশে যেতে চায় একা, ফলের আকারে।
তার অদ্ভূত প্রেমেই জেগে ওঠে মন,
বসেই থাকি, সে যদি ফেরে রাতের আঁধারে!

Facebook Comments

Leave a Reply