মানবেন্দ্র সাহা-র কবিতা
চতুর্থ মাত্রা
দূরত্বের দোহাই দিয়ে
গুটিয়ে রেখেছ পথ
অথচ একবার
অন্যমাত্রায় পেতে দ্যাখো
আমাদের দরোজা কিন্তু
মুখোমুখিই
মহাজাগতিক
শাঁসের প্রলোভনে ধরা দিল ঈশ্বরের দূত
হাতে প্রকাণ্ড রামধনু
তূণীরে মাথা তুলেছে নীল ল্যাভেন্ডার
বর্ষার রঙে গিলটি করা
টলটলে পাপড়িতে নিজ নিজ আয়ূধ রেখে
স্নানে নেমেছে দুই কিশোরী যোদ্ধা
চেয়ে আছে পরস্পরের নগ্ন শরীরের দিকে
মহাজাগতিক মগ্নতায় মন্দ্রিত
পারস্পরিক এই সংকোচন প্রসারণ
আর অন্তর্বতী শূন্যতায়
গোপনে পাতা উল্টাচ্ছে উষ্ণগহ্বর
এক মহাকর্ষীয় ফাঁদ
নিরাপদ দূরত্বে অবতরণ করে
ছা-পোষা নভোচারী
কিশোরীদের ছাউনিতে বুঝি
আমিষ খেয়ে ব্রত ভাঙার পরব আজ
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY