মনোজ দে-র কবিতা

কুয়াশাগ্রাম

১.

পাইনকলোনি। তাতে কিছু পাথুরে আসবাব
ধাপ কেটে নাম রাখে চৌকাঠ। প্রবেশ করি
কোলাহলের মতোই মৃদু তাপমাত্রা
হু হু শব্দে নেমে যায়
আমরা চারজন আরও সমবেত হই

অফুরান ইহকাল বাইরে। আর দীর্ঘ লোভ
কুয়াশার ঘেরাটোপ সমস্ত পার্থিব হতে আমাদের
বিচ্ছিন্ন করেছে

২.

অপার শূন্যতা দিয়ে ঘেরা
যতবার চিৎকার পাঠায়, ফিরে আসে গুণিতক হয়ে
বহুদূরে থেকেও তোমাকে মনে পড়ে
যদি এখানে সম্ভব হত
তোমাকে শেষবার হারিয়ে ফেলতাম

৩.

ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়তে হবে
তাই ঘুম থেকে উঠে একটু ঘুরে দেখা
লিকার চা, সুদীর্ঘ গাছের নীচে কিছু ছবি

মাথা উঁচু করে উচ্চতাকে এই প্রথম প্রণাম জানালাম

৪.

ছোটো ছোটো পা ফেলতে হয়
ধীর, শান্ত। খানিকটা পাহাড়েরই মত

সিঙ্গলীলার ভেতর রকমারি ফুল
আমি তাকে অতিথির মত দেখি, সে’ও

আজ নতুন হোমস্টে
শেরপা আমাদের পৌঁছে দিয়ে
ফিরে যাচ্ছেন, কুয়াশাগ্রাম, ধোত্রে

Facebook Comments

Leave a Reply