মধুমিতা চক্রবর্তী-র কবিতা
বৃষ্টি, মাটি, মালসা….
১.
বৃষ্টি থেমে গেলে মৃত্যু ফিরে আসে, ধুলো….
এই যে সাড়ম্বর ঝমঝম
এ আসলে কিছুই দিয়ে গেল না
মৃত্যুচেতনা নিয়ে বৃষ্টিতে ভেজো।
কথা শোনো, অভিরাম
এ বর্ষা বন্ধ্যা যাবে না
২.
কাকেরা খেল না খেল
বৃষ্টি হল একচোট।
মালসায় যা পড়ে ছিল,
ধুয়ে গেল জলে।
সব মাটি হবে, খাদ্য, খাদক সব
যেমন সব মেঘ জল হয়ে যায়, সব মেঘ….
৩.
গঙ্গার দুধারে
লতাগুল্মে আটকে পড়েছে অদাহ্য নাভিরা
মুক্তি দিয়ে এস ওদের, বৃষ্টি
কানে কানে বলে এস সকল সমাপ্তির
সন্তানেরা সুখে আছে
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY