কৌশিক চক্রবর্তী-র কবিতা

তুমি ও তোমার সেল্‌ফিরা

এই জলের গল্প শোনবার ষড়জে
নিষিদ্ধ মাইল পেরিয়ে যাওয়ার কথা

আমার ছায়াদের আয়না ঘুমিয়ে পড়া সাপলুডোর রাংতা ছিঁড়ে ফেলে

অনেকদিন হাতছানির কথা বলোনি
ভাবা বন্ধ করলে
আকাশকে গান শোনানো সহজ

ফিরে আসার গুলাল উড়লেই
রাস্তার আলোচোর নেচে ওঠে
তুমি ও তোমার সেল্‌ফিরা
নেচে ওঠো বিকেলের গল্পলেখার ক্লাসে

কোলাজের বৃষ্টি নিয়ে তখন
একটাই নাম লিখে লিখে মেঘ উড়িয়ে দেয়
শহরের বায়োস্কোপওয়ালা

বৃষ্টিপড়া একলার ডাকনাম

পরিযায়ী মনখারাপ থেকে আরেকজন আমি-কে তুলে আনতেই
চমকে ওঠে জলের টিপ।
বৃষ্টি হয়ে যায়।
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি সেই যে বাড়িটা –
তার একহাত আগেই হাতে আঁকা শুকতারা স্টপেজ।
ঘুমভাঙা সাদা সুতোর লাটাই
স্নানটান সেরেও কেন যে উড়ে যায় চাঁদের চৈত্রে…

খাতার কলমকারিতে ভাসছে দ্বিতীয় দেখার দুপুর।
গোধূলি গগনের মেঘ বুকের ভেতরে গেলে নাম হয় গানের বাংলো –
তারপর
পুরোনো কৌটো খুলে উড়ে যায়

শরীর আবার সেই সুরের উল্কি নিয়ে ভরে উঠছে
রোদচশমার প্রতিধ্বনিতে…
তার ঘুমে সাজব বলে
বৃষ্টিপড়া একলার ডাকনাম নিয়ে তাই
বসে আছি

Facebook Comments

Leave a Reply