জয়দীপ মৈত্র-র কবিতা

বন্ধুরাগ

১.

সমীক্ষা মুছে আমাদের ভ্রমণ শুরু

আবহাওয়া হঠাৎ উঠছে
ধোঁয়া শিশুদের রোদ

বাড়িতে কেন ছায়া পড়ল
এ ধরনের অসংলগ্ন আসায়
ঘোরার জায়গা খোঁজা

২. 

পাহাড় বন্ধুকে ধাক্কা দিলো

অল্প অল্প শ্বাস আর বন্ধুরা
ফেরা আর ফিরতে ফিরতে
আসার তফাত

আচমকা এসব লেখা এলে
শুধু বন্ধুদের রাগ জল হয়ে যাবে

বদলে যাবে পাহাড় পাওয়ার জায়গা

৩.

কিছু উড়ছে অনেক দূরে

এ সময় রোদ ভালো
যাদের রোদ জলে ভিজে যায়

না এলে কী হয়
অনেকদিন তা বলে
দিনের আলো আর না বলা

আমি নেবো পাখি ঢাকা চাদর
পাখির গমন চাদরে বানানো

৪. 

বেড়াতে এসে ঘরের দূরত্ব
ঘর ছাড়ার উপায়

আমার পাশে ঘুমোয় বন্ধু
পাশ কাটিয়ে আরও পাশে
থাকার ঋণ

এ ঘর বন্ধুর নখের যোগ্য নয়
নখের দূরত্ব নখ বাড়ার উপায়

৫.

মনে না পড়া মাথা বেয়ে
কোমল শব্দের কিছু আসে যায়

বন্ধু দিয়ে গর্জন গুণতে শুরু করছি
ভ্রমণের আর কোনো অজুহাত নেই

গাছের মধ্যে গোল গোল
যাই লিখি বিভিন্ন জঙ্গলের ধাতু

বন্ধুর দিকে ধেয়ে আসছে অচেনা বন্ধু
পড়ার আগে কুড়িয়ে নেওয়া পরিচিতি

Facebook Comments

Leave a Reply