গোবিন্দ সরকার-এর কবিতা

সৃষ্টির উল্লাস




মেঘের জঠর হতে পতিত বারিধারায়
আনন্দ ভাগ করে নিই এসো!

হাতে হাত ধরি
বৃষ্টির ফোঁটাদের সাথে মুঠোবন্দি খেলায়
ধুয়ে যেতে দাও সব চাতক অভিমান।

পুরাতন রীতি মেনে…
প্রতিটি ধূলিকণায় স্নেহচুম্বন পড়ুক
প্রাণ প্রতিষ্ঠা করুক আগামীর

আমি নাজুক চোখে চেয়ে থাকি
                                    নতুন সৃষ্টির উল্লাসে।



এক ঘটী জোনাক




তবুও বৃষ্টিরা নাছোড়
মেঘ ডেকে শুভেচ্ছা কুড়োয় অনাবিল
বৈকাল থেকে কাঁচা সন্ধ্যা পর্যন্ত

ঝিঁঝিঁ পরিপাটি করে নাকছাবি বিছিয়ে দিলে
ভিড় করে আসে ব্যাঙের ডাক

ঘোর অশনিসংকেত দেখে দু-তিনটি ময়াল
ছুটে চলে ম্যানাডলি ছন্দে
                        এক নিরাপদ বেশভূষায়

পেঁজা মেঘের বর্ষায়
সীমান্তে অন্ধকার ঘনিয়ে এলে
নিরাশার পাত্র হয় এক ঘটী জোনাক।

Facebook Comments

Leave a Reply