গৌতম ঘোষদস্তিদার-এর কবিতা
অবেলায়
অবরুদ্ধ হয়ে আছি আকাশপাতাল,
দিন আসে দিন যায় কাটে শূন্যকাল।
এসেছে বিনাশবেলা ঘোর-অসময়,
বেঁচে আছি যতদিন ততদিন ভয়।
আকাশে-বাতাসে মেশে ক্ষমতার বিষ,
মৃত্যু আসে, ঘোরেফেরে, চলে মিলমিশ।
কোথায় পালাব তবে, নেই পরিত্রাণ,
পুড়ছে আমার দেহ, পাই তার ঘ্রাণ।
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY