সম্পাদকীয়

ভরা বর্ষার স্মৃতি মানুষের সাথে, সময়ের সাথে বদল হয়। ছোটবেলায় ইস্কুলে পড়ার সময় ভিজে গায়ে, ভিজে শার্টে, জুতো ভর্তি জল নিয়ে ঘণ্টা পরার অপেক্ষা থাকত। একটা সময়ের বলিউড গানের মধ্যে বি জে টমাস জায়গা করে নেয় অজান্তেই। কবিতাও বদলে যেতে থাকে। স্মৃতির ওপর নতুন স্মৃতি যোগ হতে হতে বর্ষার দিনে ফেড হয়ে যাওয়া রাস্তার মত মনে হয় এক সময়। যেমন গত দুবছরের পৃথিবীতে ‘বৃষ্টি ভালো লাগে’ বলতেও দু’বার ভাবতে হয়। একটা আতঙ্ক যেন পেয়ে বসতে চায়। সেই পেয়ে বসাকে উপেক্ষা করে বার বার গান শোনা বা কবিতা পড়ার প্রিভিলেজ উদযাপন করে মানুষ দেখাকে ধুয়ে নেওয়ার জন্য।

প্রতিদিনের সবুজটা ঘন বর্ষায় আর দৈনন্দিন থাকে না—নতুন রূপে সে আসে। আসে মানুষের বেঁচে থাকার অবকাশ, আকাঙ্ক্ষা, কবিতা। এমনই তো চেয়েছিলাম আমরা বাঁচতে। সেই আকাঙ্ক্ষাকে স্বীকার করার জন্য ‘অপরজন’-এর এই সংখ্যা—বর্ষা সংখ্যা, কবিতা সঙ্কলন।
মৃত্যুর রাজনীতি, অধিকার হরণের তামাশাকে অস্বীকার করে কবিতার কাছে যাওয়া, জীবনের কাছে ফেরা।

অপরজন

জুলাই, ২০২১

Facebook Comments

Posted in: EDITORIAL, July 2021

Tagged as:

Leave a Reply