দীপঙ্কর লাল ঝা-র কবিতা
১.
পাখি দেখে বসি—
ছোটবেলা সরল করতাম
তারপর ভাত দিয়ে কষে খেতাম—
অনেকে অর্ধেক ডিম নিয়েও বাড়ি ফিরতে পারে
তারপর বলে—পরের জন্মে কিন্তু খেলাফ করব প্রেম
২.
যেন স্বাভাবিক ভাবেই আসে জন্মদিন
যেন একটু নিচু হয়ে ঝুঁকে বৃদ্ধা বলেন
বাবা, সব ভালো হয়ে যাবে
তারপর, আর দেখা হবে না
যেন এটুকু বলতেই সমস্ত বৃদ্ধার জন্ম।
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY