চিত্তরঞ্জন হীরা-র কবিতা
খুলেও খুললো না
১.
এই বেশ ঝুরি নেমে এলো
সন্ধ্যার গা বেয়ে।
ঝুরো চাঁদ কণা কণা বিকিনির হাট
হাটে হাটে কণিকার লাল তারা।
সাজ গলে বিন্তি গলে
আলোক ঝরনা।
একেবারে শ্বাসতলায় উলের কাঁটা
বেভুল বুনছে।
এক একটা ছবি আসে ভেঙে যায়
রিলক্যান থেকে আটপোরে বারোহাত
উড়ন্ত গালিচা ক্যানেলে পড়ে
মরাচোখ ধরে।
পড়ে থাকে শুধু তিনফুট বাসি পচা আমিটুকু …
২.
খুব ভোরে ব্যালেরিনা থেকে রিন রিন
রুয়ামের ঠোঁট গলে
এরিনার ঘাড় গলা…
কোনও অর্থ নেই তবু চাঁদ ফেলে
আমধেনু ভেঙে কাম
ভেঙে টক ঝাল
মিষ্টির দোকানগুলো
এবছর খুব লিরিকাল।
আমাদের দরজায় বানভাসি
জ্যোৎস্নার ফাঁস
পুরোনো মেঘের ডাক শাঁখ উলু
বাড়ি বাড়ি।
এখন তো দরজা বড় হচ্ছে
দরাজও
আমরা বলেছি –
পৌঁছে যাব একদিন
ঠিক সূর্যাস্তের পাহাড়ে …
Facebook Comments
Related posts:
Posted in: July 2021 - Cover Story, POETRY