অরিত্র সান্যাল-এর কবিতা
সাদা পাতাকে যা বলেছি
“আমি ঘুমিয়ে পড়লে একটা শূন্যস্থান তৈরি হয়”
এই ঘরের মধ্যে ফ্যানই একমাত্র কুসুম,
আমি তার অস্থিরতা থেকে সারাদুপুর
গন্ধ নিই – তারপর জানালার বাইরে
সশব্দ চোখ মেলি – আকাশে চিড় ধরে
এইটানে অনন্ত খুলে যায়
“আমি জেগে উঠলে আমার শূন্যস্থান সেরে যায়”
আমি সারাদিন এমন একটা কবিতার সন্ধানে আছি
যেটা একটা সিঁড়ির কাছে এসে শেষ হয়,
যেটা একমাত্র নিরাশ্রয় হয়ে পড়তে হয়,
আর যা লিখিত হবে পূর্বাশংকার মতো নীল কুয়াশা দিয়ে
সাদা পাতা আমায় যা বলেছে
সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে শূন্যস্থান
আমি বলছি, বিষণ্ণতা শব্দের ওপর একটি মিথ্যে মাত্রা দেওয়া হয়
ক্লান্ত মানুষের মধ্যে এক অসমাপ্তি ঝিলিক দিচ্ছে
তা দেখতে পেয়েও দেখা অন্যতর কিছু
অথচ তোমায় আর সরাসরি মনে পড়ে না
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY