অনিকেশ দাশগুপ্ত-র কবিতা

হত্যাকারী

আমরা বেঁচে রয়েছি
পরিপুষ্ট স্তন্যের চারপাশের নীল দেহাগ্নির ওম হয়ে
চাঁদের ফলা থেকে প্রাচুর্যের কিরিচ সৌপ্তিক পরিচ্ছন্নতায়
নেমে এলে , দূর অরণ্যে শিকারী-কাচের খর শব্দ কানে আসে

ভাঙা গূঢ় বৈঠকী মেজাজ নিয়ে নতমুখ পিতামহ আমাদের
কখনও একথা মানেননি যে আসবাবের ত্রিকোণ জাফরি থেকে
কান্নার মিহিন সুর খ’সে পড়ে রাত্রির বাগিচায়

গোল নিরেট জরাগ্রস্ত কতগুলি পাখি-চক্ষু কেবল
গ্রহণ করেছে সুদূর-স্থাপিত ক্রুশের দিব্য প্রহরা ,
স্মৃতির ভাস্কর্য থেকে আমরা তুলে নিয়েছি সম্ভাব্য হত্যাকারীকে
তাদের করপুটের ম্লান রবারের বিবশতায় জন্মলব্ধ কিরিচ

আহ্লাদ

একটি শৈশবের জানলায় ভেসে ওঠে রাজার ঝলমলে শিরস্ত্রাণ
অকালবর্ষার ভেতর ধাত্রীদেবীর পরিতাপে
রক্তের কালচে বিবরণ
যূথবদ্ধ , যেন কোন্ সুদূর সিংহীর প্রসবে আলো পড়েছে আজ
মাটির আঁচ ঘুরে ফিরে আসে প্রথাগত যৌবনে

কাচের থাবার যৌন-প্রবণতায় হামেশাই এত রোশনাই
দেহ-তল্লাটের ভেতর নকল খড়ের হরিদ্রা উপচে উঠে –
বৃষ্টির টাপুরটুপুর খেদটুকু চোখে পড়ে

আহ্লাদের তির আনমনে তাক ক’রে শীঘ্রই পেরিয়ে যাই
পরিত্যক্ত অমল কুঞ্জের বেদনা

Facebook Comments

Leave a Reply