অনিন্দিতা ভৌমিক বাগচী-র কবিতা

ঘোর

বেঁচে থাকার মধ্যে একটা ঘোর জন্মায়
পাড় ভাঙা। বসতির নুনটুকু হাতে নিয়ে
ছুটতে থাকা ঘোর। হয়তো তখন ব্যস্ততা
ছড়িয়ে পড়ছে ভাতের উপর, আর
বিশেষ বিশেষ খবরগুলো আস্তে করে
ঠেলে দিচ্ছি আত্মজীবনীর দিকে
অবসন্ন – ধীর – স্যাঁতসেঁতে
কথার নীচে অক্ষরের নীচে দেখি
স্তব্ধ এই শহর। হাজার বছরের গহন নীল।

কেউ জানবেও না, চলো
এমন করে ভেসে যাই লীলাময় জলে

মহানগরী

তেমন কিছু নেই আবহে
শহর ও অনর্গল বৃষ্টি জুড়ে
কেবল অন্য এক আবহাওয়া পাই
অন্য এক ম্লান ছায়া
হাঁটতে থাকে…

আমি তো আদতে কাপুরুষ!
মৃত্যু হয় প্রায়শই। হিম হিম আলোয় দেখি
প্রশস্ত দেওয়াল, মন্দিরের চালা
একঝাঁক দূরত্ব ভেঙে পড়ে চারপাশে
ছোট ছোট ফাঁকে গুঁজে দেয়
শান্তির মতো বিশাল গোধূলি আকাশ

ধীরে, খুব ধীরে
জাগে মাটি জাগে উপেক্ষা
পরস্পরের হাত ধরে ক্রমশ নিভে আসা

Facebook Comments

Leave a Reply