আনিস আহমেদ-এর কবিতা
কয়েকটি
১.
তোমার আনন্দ, সকালের রোদ দুপুরের রোদের কাছে হেরে যাবে, এটা ভেবে-ই নয় কি?
আমি মনে করতে পারছি
গোটা দেশের ছায়া এখানে হাজির হয়েছে
এটা কি তোমার জন্য সান্ত্বনা নয়?
আর কি-ই বা হতে পারত!
ভাঙা চালের মধ্য দিয়ে বৃষ্টির নেতিয়ে পড়া?
কহতব্য এটা-ই, তুমি আজ বিশুদ্ধ সরিষার তেল মেখে ছাদে বসে আছ….
২.
বিচ্ছিরি ভাবে আমার মাথা এক নোংরা বস্তিতে চলে গেছে
তুমি কি ওখানে বসে চুল শুকোচ্ছ?
এখনো কি তোমার চুলের গোড়ালি ভিজে আছে?
আমি কি বলতে পারি না, তুমি তোমার ডালপালাগুলো খুলে ব’সো?
আরে, বাঞ্চোদ আমি ছাড়া কেউ থাকবে না তোমার মাথাতে, জেনে রেখো
সকালে যে রোদটি উঠেছে এমনকি সেও নয়
যেভাবে ভিজে আছে সেভাবেই ভিজিয়ে রাখো
আমার মাথা বিচ্ছিরি ভাবে শুকিয়ে আছে, জানো?
৩.
চিরাচরিত জিভের মধ্যে তোমাকে পাচ্ছি না কেন?
নুন ও লঙ্কার পাশে চিনির টুকরো গুলো তোমার কি অপ্রাসঙ্গিক মনে হয়?
অপরিহার্য অনেককিছুই, ঐ ফাঁকা গ্লাসের জলটুকুও ধরে নাও…
আরে, চাঁদ-ফাদ পড়েনি কখনো, একেবারে ফিল্টারেট জল
তুমি কি ভেবেছিলে, তোমার মুখের দাগ লেপ্টে থাকবে ওতে!
আমার জিভ নিয়ে আমি সারাসকাল সন্দিহান
নুন ও লঙ্কার পাশে চিনির আয়োজন নিয়ে….
চিরাচরিত জিভের মধ্যে তুমি-ই হারিয়ে গেছ…
৪.
এমন একটা সকাল আজ গড়িয়ে কি আসবে না
যার সমস্ত রোদ আমার একার!
আমি ইচ্ছেমত ব্যবহার করতে পারি—-
জানালায় মেলে দিতে পারি
বিছানায় শুইয়ে দিতে পারি
এই যে, যেকোনো সকাল তোমার থেকে-ই শুরু হতে পারে
যদি তুমি চোখ খোলার আগে জানালাগুলো খুলে ফেলতে পারো আর ভুলে যেতে পারো তোমার কোনো জানালা নেই ——
সে অজস্রভাবে খুলে আছে
তোমার খুলে ফেলার অপেক্ষা সে কেন করবে!
তাহলে এমনকোনো সকাল কি নেই
যার ওপর হাত রাখার জন্য কোনো হাতের প্রয়োজন পড়বে না
অনায়াস কীভাবে আসে তবে?
৫.
এতসব রোদকে কে গরম করছে?
আমি পিঠ পেতে রাখলাম তোমাদের, ঝাঁপিয়ে পড়ো…জল ঝরাও…
আর কী ইচ্ছে তোমাদের, আঙুল ছেড়ে দেবে নাকি হে ?
এতসব রোদ গরম করতে করতে
তুমি বিশেষ জানো যে সে টায়ার্ড হয়ে পড়েনি?
আমার বেশ লাগছে , আর বেশকেও দিব্যি লাগছে
বুঝতে-ই পারছি রোদ কেন আজ ঘরের ভিতরে-ই
কেন বাইরে নয়!
কেন তার জামা গুলো তুমি ভিজিয়ে রেখেছ?
৬.
গরম তারের ওপর দুটো পাখি এবং কেন বসে আছে?
তাকানোর মত পরিশ্রমে কে জুড়ে রেখেছে ওদের?
সবকিছু-ই খুব সমান্তরাল, আর ওদের তাকানোও এর ভিতরে নয় কি?
ঢিল ছুড়ে মারো, তাকানো ভঙ্গ করো, ওকে ওড়ার পরিশ্রম দাও…
মুগ্ধতার গালে যে ছোট তিল, তাতে সূচ ফোটাও
কেন বসে আছ
এবং কেন বসে আছ?
গরম তারের চেয়েও কি গরম হাওয়া?
Posted in: July 2021 - Cover Story, POETRY