অমিতাভ প্রহরাজ-এর কবিতা
ম্যাডামের টুকলি কবিতা
একটা পেয়ারা ফলের মত কী জোর চেয়েছি যে ঘুম
কার্নিশ ভেঙে যাক সামান্য তুলির আঁচড়েই
ডানা আছে ঘোর কোনো পাহারায় ন্যায় সে পাখির
ঠোঁট খেলে হরিতকী রঙ নামে অভ্রান্ত সে চোখে
পথের করুণা আমায় আজব করেছে কত কত দূর
ডাকবাক্সে চোবানো ব্লাউজে আমি চিঠিও ফেলেছি
বিভ্রম অকুলান স্থানে, পিতল দহনে হল কাঁসা
অসুখ আগুন এই, রঙটান খলবল হাহাকারে রাঙা
উড়ালে আতপ চাল ধানের কন্দরে কি করে যে ঢোকে?
উবু বসা উদাসীন, তাকাতে পারিনা কাতর, ওগো
ঘাস জমে, ঘাস খসে, ডলে যাই সুকোমল ডগা
দ্যাখো মুখে আছে আকাশের প্রাণ, সহজ সফেদ সম্ভব
উড়ে গেছে কতিপয় ফড়িঙের ছায়া ডানা বিকেলের বীর্যের মত
আমার ম্যাডাম ম্যাডাম লেখা-১
সুজন জ্বালানো আছে নরম প্রদীপে
কূজন কমানো আছে মধুচ্ছল জলে
আকাশে তরুণী দানা সাদা ও শর্বরী
কাঁকরে ঝরেছে ম্লান আনখ আদর
আমার ম্যাডামকে লেখা- ২
রাতের বাবুল টানে অগাধ সজনী
কোমরে ব্যকুল হাত গমগমে ছোঁয়া
বকুল পীরিতে মৃদু, পাখি মোছা চলে
উঠোন উথল এক সোঁদা বধূ হাসে
ভৌত আভাসে যার রূপ ভাঙা ভাঙা জাদু
সুতনু মালতী ওই জলফুলে দোলে…
আমার ম্যাডাম লেখা – ৩
শিহর গড়িয়ে দিলো রোমাতুর কুয়ো
নিধুপথে বধূ তার নাভি পড়ে গেছে
ঝমঝমে বুক দুটি দুরূহ দ্রিমিকি
ধরে আছে, বিধুর গভীর ভেজা বধূ
নাভি খোঁজ পথে এক অবাধ্য তুলতুলে
Posted in: July 2021 - Cover Story, POETRY