অমিতাভ মৈত্র-র কবিতা

রুটি




রাত দশটা থেকে আজ ময়দার লম্বা রুটি উধাও হয়ে যাচ্ছে।

এই ধারণার মূলে আছে এক অতিমানব তত্ত্ব
                    যাকে রেনকোট পরে অগ্রাহ্য করা যায় না

একই যন্ত্রণা পুনরাবৃত্ত হতে থাকলে
                       অন্য রুটিদের খারাপ লাগতে পারে

উপেক্ষা করে লাভ নেই
          আবার স্বতন্ত্র ধারণা হিসেবে স্বীকৃতি দেওয়াও যায় না




সম্পর্ক




স্পর্শ ছাড়াই বছরের পর বছর একা হয়ে থাকা ঘোড়া
সন্ত্রস্ত আর আক্রমণাত্মক করে নিচ্ছে নিজেকে

আর আগুনের ওপর অ্যালুমিনিয়াম কেটলি
বন্দী আত্মার মতো ফেটে পড়ছে তার দিকে তাকিয়ে

Facebook Comments

Leave a Reply