আলিউজ্জামান-এর কবিতা

ঈমান

(১)

কপালের ভাঁজে মুছে গেল তার মিথ্যে ডাকনাম,
আর আয়ুর অজুহাতে জল গড়িয়ে যায় পূর্ব কলকাতায়।
যেভাবে খবর আসে,
যেভাবে ভাঙা টিনে রটে যায় ঘরের বদনাম।

সেভাবে তদবীর ভরা কলসির কসম ভেঙে
ভেসে গেল খেলনাময় বাগান।
সেখানে তোমার কথা ভুলে হা ঈশ্বর;
নষ্ট করি আমি আলকাতরার ঈমান।

(২)

বালতি থেকে উপচে পড়া বর্ষার জল
আমি তার সকল স্নেহ বিফল করে —
এনেছি অবিকল লোহার গুদাম।

সেখানে সর্বশিক্ষা অভিযানে তোমার তল্লাশ
সেখানে তোমার ন্যাকড়ায় ঢাকা,
জবাই করা ছুরি দেখে, তুমি আর দাঁড়াতে পারো না।

তবুও কি মনে পড়ে আমাদের নীল জার্মান
খানখান করা দুখানি তাস,
তবুও কি মনে পড়ে ঘন কালো মোষের চোখে
হারিয়ে যাওয়া জুয়াড়ির মাঠ।

Facebook Comments

Leave a Reply