আদিদেব মুখোপাধ্যায়-এর কবিতা
মোটরসাইকেল ব্লুজ
ছিমছাম লিরিক লেখার সময় এটা নয়
ছিমছাম লিরিক লেখার সময় এটা নয়
টেলিভিশনটা চালাও, নিউজচ্যানেলে এসে থামো
হ্যাঁ, এই তো-
কী দ্যাখাচ্ছে ওখানে?
থপথপে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতছে
রেল দুর্ঘটনায় মারা যাচ্ছে শদেড়েক লোক
পাঁচশো টাকার শোকে আত্মহত্যা করছে মানুষ
বাসের দেওয়ালে বিরাট করে লেখাঃ ঘাবড়াচ্ছেন কেন?
হঠাৎ খবর এল মার্ক জুকারবার্গ নাকি মৃত
তারপর সংবাদপাঠক তুতলে বললঃ
ওহ না, শিট, ওটা তো হোক্স-
আরবের জহ্লাদেরা শান দিচ্ছে অস্ত্রে
আইসিস জঙ্গির মাথা রান্না করছে সিরিয়াযুবতী
ডিয়ার জিন্দেগি নিয়ে বাণী দিচ্ছেন ডিয়ার আলিয়া
আজ একটা চমৎকার দিন
আজ একটা চমৎকার দিন
বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে-
সৌরীশ হুহু চালাচ্ছে বাইক, আমি ব্যাকসিটে-
জলের স্রোত কেটে দ্রুত বেরিয়ে যাচ্ছি আমরা-
একটা ডোরাকাটা সাপ ঢুকে পড়ছে
প্রান্তবর্তী কমপ্লেক্সের ভেতর
এঁকেবেঁকে
কিছু জরুরী কথা
মধ্যবিত্ত হওয়ার একটা প্রধান অসুবিধা হলঃ থাগ-লাইফ তুমি কাটাতে পারবে না। বেশ্যালয়ে গেলে তোমার শীঘ্রপতন ঘটবে। তোমার বন্ধুবান্ধব কমে যাবে, একটা সময় আসবে যখন তুমি আর হাসতেও পারবে না, অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে।
প্রেম ও পরিবারের প্রত্যাশা- এদের থেকে তুমি পালাতেই পারবে না, পারবে না সাফল্যের দিকে নির্মম ও জঙ্গিভাবে এগিয়ে যেতে।
তুমি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে পারো না নিজের বিরুদ্ধে।
তুমি বোমা বহন করে ঘুরে বেড়াও
কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারো না।
…কিছুতেই।
Posted in: July 2021 - Cover Story, POETRY