জয়দীপ মৈত্র-র কবিতা
শিরোনামহীন কবিতা
১.
তোমার কথা ভাবতে ভাবতে চিঠি
অনেকবার বেখেয়ালে
হলুদ রাস্তা হেঁটে যাওয়া
যেমন সকাল ছেড়ে
ডিম ভাঙে ডিমের ফোয়ারা
শরীর লেখায় এলে
পড়ুয়া কোথায় নেবে ভাবি
ভাবতে ভাবতে ভাবি-র ছবি
ছবি অনেক দূরের নীলশিরে
শিমুলের প্রতিধ্বনি পাখি মুখে উড়ে যায়
দূরের সাবান তার ফেনায়
আরও গড়িয়ে ভালোয় যায়
তোমার শরীর
খারাপ ছেলের ইস্কুলে
২.
কখনো ভাবিনি মধুচুসকি আসবে
এলো কবিতায় আড়মোড়া
আলো ছন্দে ভাঙা
তোমার জন্য নাচতে নাচতে অন্ধকার
ঢেউয়ের বুনুন শেষে
পাখি ঠোঁটে নে মেঘের কোলাজ
আধভাঙা বৃষ্টি পড়ে রাংতায় মেলে ধরে বিকেলের পশম
এই দৃশ্যই হয়তো আর গেল না
ছেলেরা ছুটে যাচ্ছে-র গানে
তোমার ফাঁকা ছেলে যমজ হয়েছে
Facebook Comments