আলিউজ্জামান-র কবিতা
ইবাদত
এরকম দুপুরে ক্রমশ
ছোটো হতে হতে, ছায়ারূপে
জমা হও শরীরের কাছে।
এই জল,এই নিয়তিতাড়িত সুবর্ণরেখা
পাশ দিয়ে ঘেঁষে গেছে মোহনার দিকে।
এরকম অভিসন্ধি ভোগ করে যারা
মুমূর্ষ হতে এসেছিল একদিন,
তাদের দেখে তালাকবৌ,
ইবাদত ভাঙে নদীর কিনারে।
পিছুটান
কতটা গিয়েছ ফিরে কতটা বা মাঝতীরে।
এসব দেখেশুনে শামুকব্যাধি
অস্তিত্বের খাতায় বকেয়া লিখে রাখে।
যেন স্রোত নেই, কূল নেই
কবেকার জলছাঁট পায়ের শুকনো চিহ্ন পড়ে আছে।
তুমি চলো…আর তোমার পিছন পিছন
আরেকটা পিছন পড়ে থাকে।
Facebook Comments