তন্ময় রায়-র কবিতা
ঘামতেল আলো বাড়াচ্ছে
এখন বলতে যেটা বোঝায় তার বোঁটায় ঘা।
এখনের খসে পড়ার অপেক্ষায়
ব্লেড তৈরির কারখানা চুপ মেরে গেছে।
১.
ভুল খুঁজে বেরিয়ে এলো
ঘড়ির মশলা
যা আসলে শুধু ভ্রমই নয়, দর্শকাসনে পেতে রাখা চটও
যা আসলে তোমার কথা মতো…
এই সেই ফাঁকাভাবের বহর, ছাদের জলে
রোগ ধরে যায়।
এমন একটি গ্রহণ আমাকে প্রস্তুত করে
ডান, বাম খালি করার জন্য
কষ থেকে চুঁইয়ে পড়ার জন্য…
২.
এ লেখায় ঢুকলে গা গুলোয়
ডাব খেয়ে ঘেমে ওঠার নাম খুঁজি
দেওয়ালের ধারে মাল
দেওয়ালে গুঁজে দেওয়া দর্শন
এসব শুঁকতেই আমার যত বাজনা
সুলভমূল্যের ঢেউ
কিছু একটা ঝাড়তে বেরিয়ে
শব্দ কম পড়ছে আমার
শব্দ কমের কোথায় চুমু খাবো বুঝতে সময় লাগছে এখন
Facebook Comments