পৌলমী গুহ-র কবিতা
রাজনৈতিক কবিতা
১
উচ্চগ্রামে খবর বাজছে।
আর সার সার মৃতদেহ
ভেসে যাচ্ছে জলে।
প্রেসার কুকার ফুঁসে ওঠে
পাঁঠা গলার খবর দেয়,
আর সার সার মৃতদেহ
জলে ভেসে যায়।
চায়ের কাপে আরামের ঠোঁট নামে,
পুজোতে কোশাকুশি
গঙ্গাজল।
আর সার সার মৃতদেহ
জলে ভেসে থাকে।
২
সুঁচ ঢুকে যাচ্ছে ভেতরে।
এইমাত্র জেনেছি,
গোপনে এসেছিল সে।
আমার মৃত্যুদূত এইমাত্র,
শ্বাস আটকে জিতে যাবে।
৩
এতো শব্দ ভালো লাগে না।
এতো শব ভালো লাগে না!
৪
মানুষ মরে যায়।
কেউ কবিতা লেখে।
এর চেয়ে বেশি রাজনীতি জানা নেই।
দুর্যোগের খবর
১
ধরো, আকাশ নিটোল স্তনের মতো।
এ অবধি তা কামগন্ধহীন,
আলতো দাঁতে মধু ঢেলে দিতে
আকাশের বিভাজিকা ঝুঁকে আসে।
ওধারে শান্তির বাণী,
ভেসে যায় আলগোছে মৃত ক্ষুধাসমষ্টি।
শীৎকার ভেসে এলে
গভীরে তুমিও বোলাও নিঃসঙ্গ ভাবরস।
আকাশকে স্তনের মতো উদার ভেবেছো
না স্তনমাত্রেই উদার?
২
যেভাবে ঢলেছে আজগুবি কথা
বুকের আঁচড়ে মধু।
এ অবসর মেলে না তবু
উড়ে আসে জন্মদাগ।
অথচ ঢেউ ওঠে,
পাড় ঘেঁষে ছোটো ছোটো ঢেউ।
আরো কিছু সন্ধ্যের ক্ষতি
মেনে নিয়ে চলে গেলে,
আতঙ্কে জেগো না।