পিয়াস মজিদ-র কবিতা
প্রজ্ঞাপাপ
কায়াকুসুমের হ্রদে
ডুব দিয়ে
খাবি খেয়ে
স্টাডি-
কবরশালার জীবনযাত্রা।
শূন্যের শাহেনশাহ
দু’দিনের ফকিরি
খুদকুড়ো-আভায়
মলিন করা কেন,
লাশ-ভাষার
মরমি মঞ্জিল!
জীবনের জাদুঘরে
আনারস খাওয়ার পরপর
দুধ পানে
আগের মতো
এখন আর কেউ
অতটা তটস্থ হয়না।
মৃত্যু আজকাল
জীবনের জাস্ট
বিপরীতার্থক কিছু না।
আমি আজ
একপ্লেট আনারস খেয়ে
গ্লাসভরা দুধে চুমুক মেরে
বসি তোমার
দাউদাউ উপকূলে।
এবার তোমার
আচারের বয়াম থেকে
চেখে দেখতে হয়
জীবনের যাবতীয়
মরণঘন স্বাদ;
টক-মিষ্টি-ঝাল।
Facebook Comments