নিয়াজ আজিজ দ্বীপ-র কবিতা

গতানুগতিক

প্রত্যেক দিন একই রকম কাটে—

বারান্দায় দাঁড়িয়ে
কিংবা
জানালার পাশে হাত রেখে—

ইদানিং আস্ত ভোর খেয়ে নিচ্ছে ঘুম—

প্রকৃত ঘুমে যাচ্ছে কতো মানুষ
হাসপাতালে —মর্গে—চিতায় লম্বা ঘুমের লাইন
এতো ঘুম
শহরে কে ছড়ালো
মহামারি
প্রযুক্তি কারবারি।

সে যেই দিক
দিয়েছে কেউ—

বরং একলা ঘরে
চড়াই ডাকে

রোদ গ্রিলের ছায়া মাখে—দুপুর গড়ায় শালিক গানে;
আধখাওয়া সিগারেট ঠোঁটে রেখে—

পার করি বিকেল—

সন্ধ্যা নামে
সূর্যের মুখে
রাত এক —সাদাকাক
ঘুমের পরে
ডাকতে পারে—
স্বপ্নে।

অবশিষ্ট মায়া

“আপেল বীজের মিহি গুড়ো গুলো সিগারেট দিয়ে ভরে গ্যাছে মগজে
হৃদয়ের প্রজাপতি ধোঁয়া গুলো উড়ে গ্যাছে প্রতি জয়েন্ট রোলে
অভিনব পাতাগুলো শুকিয়ে ক্ষার

কৌশলে ঝরে গ্যালো অরক্ষিত সম্পর্কগুলো
যেন একটি গাছ প্রেমে পড়ে ধরেছিল কয়েকটি পাখিকে।
তারাও সংসার শেষে উড়ে গ্যালো
এমন পাতা ঝরা দিনে দেখে মনে হলো চিহ্নটুকুই নীড়;
অবশিষ্ট মানুষের মায়া।”

Facebook Comments

Posted in: May 2021, POETRY

Tagged as: , ,

Leave a Reply