যুগলবন্দী :: স্বদেশ মিশ্র ও সৌরভ মিত্র

[শুধু শারীরিক নয়, এই মানসিক দূরত্বের সময় আমরা চেয়েছিলাম শিল্পীরা কাছাকাছি আসুক। তাই এই উদ্যোগ – যুগলবন্দী। আলাদা আলাদা মাধ্যমে কাজ করা শিল্পীরা একজোট হয়েছেন। সৃষ্টি হয়েছে কবিতা থেকে ছবি বা ছবি থেকে কবিতা। এ’ভাবেই এ’ আয়োজনে কবি স্বদেশ মিশ্র ও শিল্পী সৌরভ মিত্র।]


কবি পরিচিতি

স্বদেশ মিশ্র

জন্ম ১৯৮৬ সাল, কলকাতায় বেড়ে ওঠা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন এ স্নাতক। স্কুল ও কলেজ জীবন থেকে লেখালিখি করা, সাহিত্যকর্মী হিসাবে আত্মপ্রকাশ। ২০০৯ ও ২০২০ তে ‘লাল পানশালা’ ও ‘হে মৃগকায়’ নামক দুটি কাব্যগ্রন্থ রচনা। বর্তমানে ভাষা, চিত্র, দৃশ্য, সঙ্গীত ও গীতরচনাসহ বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে দিয়ে ভাবনাপ্রকাশ এবং কাজ। ভালো লাগা ভ্রমণ, প্রকৃতি, রান্না। চর্চা ও গবেষণার বিষয় চর্যাপদ ও বৌদ্ধবাদ।

শূন্যসমারোহ

স্বদেশ মিশ্র

শূন্যের পাশে শূন্যসমারোহ
এত ঘন অবলীলাক্রম, নিষ্ঠ অবহেলা
রাখা আছে চোয়ালের চাপে
ভৌমদোষ দ্রবীভূত প্রায়
শূন্য বুলেভার্ড, হত কুশীলব
যেখানে অপেক্ষা কিছু নেই
ভ্রমাত্মক হৃদারোপগুলি,
উৎসাহ পায়
হেঁটে যায় হলুদবিতানে
ভেসে যায় বিবাহসায়র
এক হাতে গুণ করে তারা
এক হাতে বুঝে নেয় ভাগ

ট্রেনের বিমলবাঁশী বামাচারী নীল
ধীবরতাশীল জলে শুয়ে শুয়ে আয়ু
ঐশ্বর্যের উত্তেজনায় পৃথিবীর বুকে
পাখীদল শতভিষা চায়

ঝাউবন বেজে ওঠো দূরে
নির্ণায়ক গীতিসূত্রসমূহ
ছিঁড়ে ছিঁড়ে গিলে খেলো স্নায়ু
জীবনের নীয়নের অধিকাংশ রাত
অনিবার্য অভীপ্সা হননে
অথচ নীরব রাত দৃশ্যত স্থিতিশীল
উদাত্ত সমুদ্রতায় উচ্ছ্বাসের কাছে
অক্ষরপ্রপাত ছুঁয়ে
বাজাও বাজাও ক্রিয়া অক্রিয়ারত
শূন্যঢেউ ভেঙে ভেঙে যাক


শিল্পী পরিচিতি

সৌরভ মিত্র

জন্ম ১৯৯৭, অক্টোবর। পেশায় গ্রাফিক ডিজাইনার, নেশায় আঁকিয়ে। ছবি আঁকার প্রথাগত শিক্ষার সুযোগ হয়নি একেবারেই। তবুও আঁকা নেহাতই নিজের জন্য। নিজেকে স্বস্তি দিতে। নিজের খুশি আঁকি, মনখারাপ আঁকি, ক্ষোভ আঁকি… আমার ছবিতে আমার চারপাশের মানুষজন থাকে। তাদের চাওয়া পাওয়া, দুঃখ-হতাশা, আনন্দ-উৎসব এসবই এসে পড়ে আঁকায়।

বোধ থেকে আঁকা বলেই হয়তো বিমূর্তধারার ছবি বেশী পছন্দের। চেষ্টা করে চলেছি এর সাথে সাধারণ চোখের একটা সাঁকো তৈরী করতে। যাতে রোজনামচার চরিত্রগুলোকে সহজেই খুঁজে নিতে পারেন দর্শক। রিলেট করতে পারেন নিজস্ব দৃশ্যকল্পগুলোর সাথে।

বড় ক’রে দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন

Facebook Comments

Leave a Reply