সায়ন্তনী হোড়-এর কবিতা
ধূম্রজাল
অপেক্ষায় জড়িয়ে যাচ্ছে সর্ষেফুল
ধূসরতার তীব্র আঁচড়ে রাতের ছায়া
ক্ষীণ সংলাপের মতো হারিয়ে যায়
রান্নাঘরের তেলচিটে, ফ্যাকাশে হলুদের গুঁড়ো,
নষ্ট খিদের কোলাহল আকাশের স্তব্ধতায় মিলিয়ে যায়
গোলা সিঁদুর উপচে পড়ে মায়াজন্মের ওপর
তবুও
প্রাচীন ভোর জেগে থাকে এক
আলোকিত সংসারের আশায়. . .
প্রকৃতির যানজট
পাখিদের স্বাধীনতায় যানজট লেগে থাকে
রঙচটা আকাশ
শব্দ ছাঁকা ফুলের রচনায় তিক্ততার স্বাদ আজকাল
খেয়ালী বৈঠার আদরে নদীর সোহাগ
প্রকৃতির কাছে চিঠিকে বিপন্ন করে তোলে
একমুঠো হস্তাক্ষরের নকশিকাঁথায় এখন
মন আঁকছে জাদুকথা
মুহূর্তভোগ
ক্রমশ আমার পায়ের নীচে
কাঁটা জমে যাচ্ছে
কিন্তু সেখানে একফোঁটা রক্ত বিলাস নেই
সম্মোহন পেরিয়ে মুহূর্ত স্পষ্ট হয়ে উঠেছে
চিত্র সম্ভারে
দূরত্ব আঁকা শীতলপাটিতে
শহর পুড়ছে
পাখি কলহের সুগন্ধে
Facebook Comments
Posted in: April 2021, POETRY