মৃদুল দাশগুপ্ত-র কবিতা
ছায়া পড়ে
সে তবে কোথায়?
পাহাড়ের চূড়া কাঁপে
সাগরের ঢেউ লাফে
চাঁদে লেগে যায়
বামনের দেশে তবে
এলে, অতিকায়?
একটি কবিতা
এতো দুর্দিন
তাও উড্ডীন
এ কবির পাশে
চাষাভুষোগুলি
কতো রং তুলি
রাঙাতে আসে।
Facebook Comments
Posted in: April 2021, POETRY