যুগলবন্দী :: ইন্দ্রনীল ঘোষ ও সমীরণ ঘোষ
[শুধু শারীরিক নয়, এই মানসিক দূরত্বের সময় আমরা চেয়েছিলাম শিল্পীরা কাছাকাছি আসুক। তাই এই উদ্যোগ – যুগলবন্দী। আলাদা আলাদা মাধ্যমে কাজ করা শিল্পীরা একজোট হয়েছেন। সৃষ্টি হয়েছে কবিতা থেকে ছবি বা ছবি থেকে কবিতা। এ’ভাবেই এ’ আয়োজনে কবি ইন্দ্রনীল ঘোষ ও শিল্পী সমীরণ ঘোষ।]

কবি পরিচিতি
ইন্দ্রনীল ঘোষ
জন্ম ১৯৭৯। বাংলা ভাষার কবি ও গদ্যকার। ‘বৈখরী ভাষ্য’, ‘ইন্ডিয়ারি’ ও ‘অপরজন’ পত্রিকার সাথে যুক্ত। লেখালিখি বাদেও সিনেমা নিয়ে উৎসাহিত।
ইন্দ্রনীলের এযাবৎ প্রকাশিত বইগুলি কালানুক্রমে,
কবিতা – রাত্রে ডেকো না, প্লিজ (প্রথম প্রকাশ ২০০৫), জুলাইওয়ালা (২০০৯), লোকটা পাখি ওড়া নিয়ে বলছে (২০১২), হারাবার সময় পরনে ছিল (২০২০)
গদ্য – সার্চ করছেন দেবাঞ্জন (২০১৫), নুলোর পৃথিবী ও অন্যান্য গল্প (২০১৬)
কয়েদি
ইন্দ্রনীল ঘোষ
আলোভুখ পাখিদের হাবিলদার
গুলি করছে… চোর ধরছে…
ট’লে পড়ছে মাধ্যাকর্ষণ খেয়ে…
যেমন আপেল পড়ে —
অনুভূতি-কাশ্মির থেকে
গুলি-বেঁধা মুহূর্ত থেকে
লাশেদের ঘটি-বাটি থেকে
কত যুগ ভাষা মুছতে মুছতে হঠাৎ বেরিয়ে পড়ে আকাশ
প্রত্যেকটা ভোর এলে
হাবিলদার স্যালুট ঠোকে —
ক্রমাগত গিঁট বাঁধা নীলে
একটু একটু ঝুলে পড়ে আলো…
হাবিলদার কেস লেখে,
কয়েদি নম্বর লিখে রাখে

শিল্পী পরিচিতি
সমীরণ ঘোষ
প্রথাগত শিক্ষার বাইরে ছবি আঁকার ছেলেমানুষী। সেই সূত্রেই বহু পত্রপত্রিকা ও গ্রন্থের প্রচ্ছদনির্মাতা।
প্রকাশিত কবিতাগ্রন্থ : ‘কবিতাসংগ্রহ’, ‘চাঁদলাগা চৌষট্টি আশমান’, ‘অন্তর্বর্তীরেখা’, ‘মরচে গোধূলির পাঠ’, ‘কালো পাথরের হারমোনিয়াম’, ‘মরিচগন্ধের সেতু’, ‘হাড়ের দূরবিন’, ‘হাতআয়নার ঘুম’।
প্রকাশিতব্য : পেনসিলের শ্রুতিধর
অনূদিত নাটক : সুইফটনির্মিত প্রাসাদ

বড় ক’রে দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন
Posted in: April 2021 - Cover Story, POETRY