দেবাদৃতা বসু-র কবিতা
ক্রিসমাস
খসখসে চামড়া ফেলে রেখে
রাস্তারা ফিরে গেছে
কাদের গায়ে লাগা
সুতো আর ফিতে
বাঁধা চাঁদোয়া
মাথা নিচু করে ধোঁয়া ওঠা স্টেক কাটছে
নিচু আলোর বাইরে অন্ধকারের বিনিময়ে
পরতে সাজানো যে আঙুর
ডিসেম্বরের আগে জমাট বাঁধবে না
অতটুকুই সময়ের চাহিদা
তবু অফুরান সিঁড়ি
অভ্যাসবশত শুশ্রূষায়
দীর্ঘ অপেক্ষা
পার্ক স্ট্রিট
দরজার ভেতর থেকে নিয়মিত
হাতের কাছে অক্ষরের ফিরে আসা
দূরে সাইরেন বাজে
সাইনবোর্ডে ইতিহাস কিছু অস্পষ্ট
হাতে লেখা চিঠি আর টেবিল দূরত্বের মত
ক্রমশ বাড়ছে
এক একদিন
দুপুর ফাঁক করা আজাদির স্লোগান
রাজপ্রাসাদ আজন্ম দাঁড়িয়ে থাকবে কাঠগড়ায়
ক্লান্ত
নেশাতুর
শুধু স্কুল পালানো কিশোরী বয়স বেড়ে যায়
আর গানবদলের ফেরিওয়ালারা
শাটার নামাচ্ছে দোকানের।
Facebook Comments
Posted in: April 2021, POETRY