যুগলবন্দী :: ভাস্বতী গোস্বামী ও কোয়েলী মুখার্জি ঘোষ

[শুধু শারীরিক নয়, এই মানসিক দূরত্বের সময় আমরা চেয়েছিলাম শিল্পীরা কাছাকাছি আসুক। তাই এই উদ্যোগ – যুগলবন্দী। আলাদা আলাদা মাধ্যমে কাজ করা শিল্পীরা একজোট হয়েছেন। সৃষ্টি হয়েছে কবিতা থেকে ছবি বা ছবি থেকে কবিতা। এ’ভাবেই এ’ আয়োজনে কবি ভাস্বতী গোস্বামী ও শিল্পী কোয়েলী মুখার্জি ঘোষ।]


কবি পরিচিতি

ভাস্বতী গোস্বামী

দিল্লি প্রবাসী বাঙালি কবি। তিনি মঞ্চ সঞ্চালক এবং থিয়েটার অভিনেতা। ২০১৫-র কলকাতা বইমেলায় তাঁর দ্বিভাষিক  কাব্যগ্রন্থ  ‘ভাবনা কলেজ/ Moon in the block’ প্রকাশিত হয়। ভাস্বতী অনুবাদের কাজও করেন। ২০১৫ বইমেলাতেই তাঁর অনুদিত  রশীদ কিডোয়াইয়ের নন-ফিকশন গ্রন্থ   ’24 Akbar Road’  বাংলা অনুবাদ  ‘২৪ আকবর রোড’ প্রকাশিত হয়।

ভাস্বতী গোস্বামীর কবিতা

ম্যাঁয় সময় হুঁ

সিন ওয়ান টেক ওয়ান

নিখুঁত উদয়-অস্তর প্ল্যান মাফিক
ইঞ্চি টেপে অদৃশ্য হবে মাঠ
তার সময় উঁচিয়ে দৌড় মারল কেউ
আর লুঙ্গির ঝরা জল স্পষ্ট হয় কুরুক্ষেত্রের গা-য়ে
অর্জুনের ঘোড়াগুলো সে-ই জল খায়
আর নড়েচড়ে
পরিবর্তন আসছে…

কাট্

অপেক্ষায় একটা রাষ্ট্র ধরবে গাছে
ফল
এখন পুরো পংক্তিটাই যতি
যতির কথায় মনে পড়ল
একটি মেয়ে জ্যোতি
যা’র সূর্যগুলো চিবিয়ে খেলো কেউ
তাদের হাড়ে শিকার লেখা
তার লাস্ট বেলও ডায়েরি হয়ে গ্যাছে কবেই…

সিন টু টেক থার্টি টু

কমলা বাগানে ঢেউ ওঠে
যখন গান বদলে দ্যায় স্কেল
সকাল যায় সাইকেলের দেশে
বিকেল ফিরে আসে দাগের ওপর দিয়ে
মনে পড়ে
আগুনের গন্ধে আলো না জ্বললেও
দাঁতের পরীক্ষা নিতেন কেউ

কাট্

এই মৃত্যু উপত্যকা আমার না
এই জন্ম উপত্যকাও আমার না
গন্ধরাজ লেবু থেকে ‘মা’ হতে চাওয়া সময়টুকু ধ’রে
এই ‘আমি’-ও আমার না…


শিল্পী পরিচিতি

কোয়েলী মুখার্জি ঘোষ

স্বর্ণপদকপ্রাপ্ত এই শিল্পীর জন্ম কলকাতায় । তিনি শান্তিনিকেতনের কলাভবন থেকে প্রশিক্ষত একজন খ্যাতনামা শিল্পী। কোয়েলী, নিউদিল্লির ললিতকলা আকাদেমির সংগ্রহ শিল্পকর্মের, যাচাইকরণ এবং ডকুমেণ্টেশনের জন্য প্রাক্তন কমিটির সদস্য। শিল্প-জীবনের দীর্ঘ সময় ধরে তিনি exhibition curate করছেন। তাঁর কৃতিত্বে বহু একক শো হয়েছে এবং তাঁর চিত্রকর্মগুলি দেশ-বিদেশের সংগ্রহশালায় রয়েছে। বর্তমানে তিনি CRI সংস্থাটির পরিচালক এবং স্বনামধন্য ক্যালিগ্রাফার পরমেশ্বর রাজুর সঙ্গে শিল্পকর্মে জড়িত।

বড় ক’রে দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন

Facebook Comments

Leave a Reply