তুলসী কর্মকার-এর কবিতা

গোল

উদ্দেশ্যে মুখরিত উদ্দীপনা সন্ধিবদ্ধ

অন্ধকার গোপনে শক্ত হয়ে আছে
আলো নেই হাওয়া নেই
থাসা বারুদের গন্ধ
কলকল শব্দে কেঁপে যায় বুক
ল্যাদারাম ল্যাদ খেয়ে বেঘোর

পথ এখানেই শেষ
পথিক বিশ্রাম কক্ষে
সাদা প্রহরী ছুটে গেছে
বলাকার মাঠে বল নিয়ে হুটোপুটি
বাম ডান করতে করতে গোল

বল এখন শক্তি হয়ে আছে
শক্তিতে বল লুকিয়েছে
বলে ক্ষমতার দোলাচল
ক্ষমতা কার্য সম্পাদন করে
মুক্তিকাকা মিষ্টি খেয়ে যায়…….

অনুরণন

একটি রাত কথা বলে
বৈধ কর্মসূচি অস্পষ্ট সুর অভ্যস্ত সংস্কারে সুখ
কচ আঃ কচ আঃ ক্রমাগত

একটি খাট কিছু বলে
খাঁজে ফাঁক মাঁজে ঘুন
অস্থির আশাহত অবাধ্য উন্মাদ খট খট খট

আড়ি পাতে মন
উদ্দীপন যাঁতাকল অনুভূতি মন্থন
সমীকরণ দোলাচলে প্রতিধ্বনি প্রীতি মুখর

Facebook Comments

Posted in: March 2021, POETRY

Tagged as: ,

Leave a Reply