সবর্ণা চট্টোপাধ্যায়-এর কবিতা
অলীক তবু
ক্ষয় যাত্রা ক্ষয়
তবু যদি অসীম অনন্ত চলন?
তবু যদি…রাত্রির নাভি কেটে অপত্য এক
সফেদ ফেনার মতো
এসেছে শুধু গভীরে আরো গভীরে
গর্ভজলে ফুটেছে যেন কুঁড়ি
সেসব পাহাড় প্রমাণ শখ
কদমের অলঙ্কার মাত্র
অলীক তবু ভীষণ করে নিজের।
কতবার বলেছি সে আমাদের সমস্ত প্রমাণ
রক্ত মাংস নুন
প্রবাহের সমারোহে স্বরচিত গান।
অলীক তবু বড়ো আপন
আসেনি যে কোনদিন তাকে ভাসাই
কবিতার গর্ভজলে!
স্তব্ধতার আড়ালে
স্তব্ধতার আড়ালে মিশেছে ঢেউ
এ সমুদ্র আর উত্তাল নয়
ভোরের মিহি আলোকচুম্বন
আহা! কে বলো এমন করে ভাবে?
তোমাকে ক্লীব বলা যায় না আর…
প্রশমিত হয় সমস্ত ক্ষোভ।
শুধু তারপর….না। কোন বৃষ্টি হয় নি আর
দুচোখ ভরে দেখেছি
সাদা সাদা ছোট ছোট ঢেউ কেমন গুটিগুটি
এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে
একঝাঁক ধূসর রঙের পাখি উজ্জ্বল হতে হতে
মিলিয়ে যাচ্ছে ক্রমশ আরো দূরে…
আর লাল কাঁকড়ারা আমারই পায়ের সাথে
কানানাছি খেলছে যেন…
এসব বড়ো স্তব্ধতায় লেখা, ঘরের এককোণে,
যেখানে আমি ডুবে থাকি একবুক নোনা জলে!
ধূপ
দেখলে নিথর মনে হবে, তবুও উঠেছে ঢেউ, চুপ
সুড়ঙ্গ ভাঙছে একা একা, পুড়ছে নীরবে যেন ধূপ…
খড়ের গাদায় এক ছুঁচ, হারানো সুতোর খোঁজে আজো
ঝড় জল ভুলে যেতে চায়, তোলপাড় ওঠে বায়ুময়
পারাপার মুছে গেছে দূরে, একা এক সন্ন্যাসী রোদ্দুর
পারানির কাছে হাত পাতে, চারআনার পথ বন্ধুর।
কেমন কুসুম তুমি বলো যেতে চেয়েছিলে ফেলে সব? মুক্তিও এমন এক নেশা, জলের ওপর যেন শব
পড়ে আছে নিথর নীরব…
অথচ উঠেছে ঢেউ চুপ। পুড়ছে কোথাও কোন ধূপ…
Posted in: March 2021, POETRY