সৌমনা দাশগুপ্ত-র কবিতা
রাত্রিখেকো
কাঠ খাই
আঙরা বমন করি
কাঠ খাই
আঙরা বমন করি
পাটে আছড়াই
আস্ত আস্ত যত দেহ
আড়ং-ধোলাই
কেচে তুলি, ভাঁজ করি
দাবানল
আগুনে ঝলসে নিচ্ছি স্বপ্ন
সক্সক্ করে ওঠে জিভ
বায়ুতাড়িত মোহমৃদঙ্গ, বেজেই চলেছে
গোত্তা মারে আঁধি ও হলকা
লকারে, গুপ্ত দোরে
জেটিটির পাটাতনে কী হঠাৎ
শেকল ঝনাৎ
সজনি সজনি, ওলো ও সজনি, সজনি লো
এ বুকে উঠছে ফেনা, জিভ জুড়ে
বুজকুড়ি, নোনাস্রোত
ঘুলিয়ে ঘুলিয়ে তাকে নাচাও ঝোলেতে
করে তোলো অম্বলের কদু
তালি দাও মারহাব্বা, তালি দাও
একটি মাত্রা থাক খালিতে
মাঝখানে জলের হিজাব
দেহপ্রস্তাব, অহো একান্তরি
রেটিনায় রক্তকন্দর
মার্জিনে লটকে দিলে তীক্ষ্ণ নখর
দ্যাখো, কাটা নখ কেমন ভাসছে
চায়ের দোকান
আমরা আদর করে বলি দেশলাই
সিঁদুরে আমটি বেয়ে গড়িয়ে যাচ্ছে আলো
অক্ষর গড়িয়ে যাচ্ছে স্ক্রিন জুড়ে
অবিরাম চায়ের দোকান
ঈষৎ কালচে জল
কিছুটা লালাভ স্রোত
কেটলির মুখ বেয়ে
কাপে কাপে খাপে খাপে
আড্ডা
গল্প, গুলতানি
নিচে পড়ে আছে
তলানিই সার
এটুকুই আমাদের চায়ের দোকান
Posted in: February 2021, POETRY
খুব ভাল লাগল।