শিশির আজম-এর কবিতা

ডাচ ইউনিভার্স

ডাচ পেইন্টারদের আলোছায়ার ভিতর
বয়ে চলেছে আমাদের বস্তুজগৎ —
এমনটাই বলেন বন্ধু ইউসুফ বান্না।

কিন্তু তার আগে আমাকে বুঝে নিতে হবে —
আলো কী
আর ছায়া কী।
কারন
এরাও তো কোথাও না কোথাও
বয়ে চলেছে।

মানুষের ওড়া

এখন
আমি দাঁড়িয়েছি লোহার রেলিং ধরে
ছ’তলার ছাদে
আর মিনিট তিনেক
এর ভিতর
লাফিয়ে পড়বো নিচে

নিচে
না কি ওপরে

স্বপ্ন
মানুষকে কি নিচে নামাতে পারে
পারে না
আমি উড়বো

Facebook Comments

Posted in: February 2021, POETRY

Tagged as: , ,

Leave a Reply