পৌলমী গুহ-র কবিতা

মারণ-উচাটন বেদনা ইত্যাদি

আর জন্মে জেনেছিলাম কোনোও শীতমেদুর সকালে
পৃথিবী খোসা ছাড়ানো কমলালেবুর ন্যায়।
তারপর বছর পেরিয়ে তালেবর হয়,
খয়রাতি শেষে হাতে হাতে ছড়ায় গোপনীয় কথা।
কোনোও ধুনোগন্ধ বিকেলে জানি
পৃথিবী আসলে নিটোল পুরুষ-ফল
তার দানাতে ধরে থাকে জন্মরত্ন বীজ।

ভাতঘুম শেষে…

এ উত্তাপসমূহ অঙ্গে ঝংকার তোলে।
একটি ক্রমশ রাত্রি হওয়া সকাল
কর্কশ কাকের প্রীতি উড়ান দেখে।
নাভিতে ছড়ায় জননী বটের ক্ষুধা,
কেন এই বেদনা-দুপুর দাঁতের আদরে টানো?

জন্ম ও প্রশান্ত মৃত্যু

একটি হরিধ্বনি আসে।
একটি কাফন।
একটিই আত্মজা সম্ভ্রমবোধে
খোঁজে চকিত আড়াল।
একটি জলের ফোঁটা ফেলার ফুরসত
সে কঞ্চির ডগায় আলগোছে দোলায়।
যেভাবে বাবা তাকে দোল দিতো কোলে…

Facebook Comments

Posted in: February 2021, POETRY

Tagged as: , ,

Leave a Reply