নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
বরফের ক্ষেত
ক্যামেরা
সে অর্থে ইন্দ্রিয়ঘন কোনও ক্ষত
কার
দ্বিধা অবধি
চরিত্র অবধি
যে অনুমতি হচ্ছে স্পর্শ
একটা খুব স্বাভাবিক
লাল রঙের নীল দিন
গান চলে যাওয়া ছায়ায়
কাতর
যে ছবি
একটা ফলিত তারিখের দাগ বরাবর
বরফের নোনা ক্ষেত
তিনভাগ যে অভেদ্য স্মৃতি
একটা ধাঁধা…
ছোট হাতের কবিতা
একদিন
কার মতো
ধ্বনি ও স্মৃতির মাঝখানে
যে রেখা
কে
তুমি
কার মতো তোমার কথা
যেন ভাবো
মাংসের ছায়া পড়ছে
অথচ
ফলিত ও প্রতিফলিত থেকে দূরে
জানলার ভেতর জানলা
ঘন হয়
এই আমাদের পারস্পেক্টিভ
এই আমাদের ছোট হাতের কবিতা…
Facebook Comments
Posted in: February 2021, POETRY