হাসনাত শোয়েব-এর কবিতা
আমার প্রাগ ভ্রমণ
১.
খুব ভোর তখন, যখন আমি প্রাগ ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু এত ভোরে প্রাগ যাওয়ার নিয়ম আছে কিনা আমার জানা নেই। তারপরও ঘুম থেকে উঠে পড়ি, দাঁত ব্রাশ করি। ততক্ষণে নিশ্চয় প্রাগের শিশুরা স্কুলের যাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। মেয়েরা নেমেছে হলুদ রঙের ট্রেন ধরবে বলে। আমিও নেমে পড়ব তাদের সঙ্গে। তাদের কানকোয় ঝুলানো লবঙ্গ লতিকার সঙ্গে আমিও ঝুলে পড়ব। আত্মহত্যার অইটুকু রসদ সংগ্রহ করব বলে আমার এতদূর আসা। হাতিরঝিল থেকে প্রাগ অব্ধি। প্রাগ যদিও প্রাগৈতিহাসিক নয়, তবুও এই শহরের ইতিহাস বেশ পুরোনো। যদিও এই শহরে মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার সম্পর্কে আমরা তেমন কিছুই জানতে পারিনি।
২
আপনারা নিশ্চয় জানেন, প্রাগ মিলান কুন্দেরার শহর। যদিও কুন্দেরা সম্ভবত প্রাগকে না, ভালোবাসে প্যারিসকে। আমি অবশ্য প্রাগকেই ভালোবাসি। ভালোবাসি শহরটির নারী ও শিশুদের। তাই এত ভোরে প্রাগ ভ্রমণে বেরিয়েছি। পকেটে রয়েছে লাল লাল কমলালেবু। কেউ একজন বলেছিলো, বৃষ্টি নামলে এই শহরে লাল কমলা খাওয়ার নিয়ম আছে। যদিও সত্যি মিথ্যা যাচাই করে দেখিনি। কিন্তু পকেট ভর্তি কমলা নিয়ে বেরিয়ে পড়েছি, বৃষ্টিতে যাদের রঙ বদলে যাওয়ার কথা রয়েছে।
Posted in: February 2021, POETRY