সম্পাদকীয়
দূরত্বকে ভালোবাসা নাকি দূরত্বের ভালোবাসা? প্রেমের দূরবর্তী হয়ে ওঠার দিনকাল। ঘটনাহীনতা ক্রমশ সহিংস হয়ে উঠছে। কথা বললে জেল, ভালোবাসলে শাস্তি। সবাই যে যার মত, নিজের সঙ্গে একা। নিষ্প্রেম নাকি কেবলই উদাসীন? ভালোবাসার সমাজভাষা আর রাজনীতির খোঁজে তৎপর গল্পমন্ডল যেন এক গণ সমাবেশ। শীতের ট্রাফিক ডিভাইডারে কৃষকের পোঁতা চারাগাছ ভালোবাসা হয়ে ফুটুক গল্পের শস্যখেতে। শীত কমছে। তাপ বাড়ছে। দেখা যাক এইসব প্রেম-অপ্রেমের সংক্রমণ আমাদের কোথায় নিয়ে যায়। লিখন কর্মীদের ধন্যবাদ সময়টাকে কামড়ে ধরবার জন্য। এবারের প্রচ্ছদকাহিনি – প্রেম-অপ্রেমের গল্প। আমরা শুনেছি: প্রেমহীন সময়ে প্রেম প্রস্তাব দেওয়াটা জরুরী। শুনেছি আর বিশ্বাস করেছি। এই গল্পেরা অন্ধকারে ততটুকুই আলো দেবে যতটা আলোর শহরকে অন্ধকারের গ্রাম দিয়ে ঘিরবে।
এই সময়টা কঠিন সময়। প্যান্ডেমিক পরবর্তী পৃথিবী যখন রাজনৈতিক দলগুলোর নামে নতুন প্যান্ডেমিক তৈরি করার জায়গা করে দিচ্ছে, সেই কঠিন সময় একমাত্র মানুষই পারে ভালোবাসার কথা বলতে। ভালোবাসার তাগিদে মানুষ একজোট হচ্ছে প্রতিদিন সিঙ্ঘু টিকরি বর্ডারে। ভালবাসার তাগিদে, ঘরে ফেরার তাগিদেই মানুষ হেঁটেছে কিলোমিটারের পর কিলোমিটার। মানুষই পারে গান বাঁধতে, কবিতা লিখতে। এমনকি গল্পও। তাই গল্পের অক্ষরে অক্ষরে আমরা খুঁজতে থাকি বেঁচে থাকার রশদ, ঘুরে দাঁড়ানোর সাহস।
ফেব্রুয়ারি, ২০২১
Related posts:
Posted in: EDITORIAL, February 2021