অনিন্দ্য রায়-এর কবিতা
কবিতাগুচ্ছ, ওই
১
কোষের কুহর-দণ্ড, কোন বিবিয়ানা রাখব বায়োস্কোপে, খোলে কি স্বয়ং
রোল বাড়ছে ওইদিকে, সহজে না ভাঙে
ন্যুড ছুরির কিনারা সফলতা নষ্ট করে দেয়
ধন থেকে, ঋণ থেকে, দ্বান্দ্বিকতা-হরবোলা থেকে
আমাদের মুক্তি নেই, সুতোর সামান্য নিয়ে
টেনে-ধরা চিকিৎসাও নেই
কেবল নারীর প্রতি নির্বাচিত কবিতার বই
খোলা রেখে বাংলা অক্ষরমালা স্মরণে আসছে না
২
দ্রাক্ষামুখ, শেয়াল লেলিয়ে দিই, নেশার ওপরে ঝোলে
কবিতাগুচ্ছ, ওই
তবে কি পিপাসা নিয়ে সামাজিক সমঝোতা ছিল?
ছিল প্রণয়ীর আব্দার, কান্না ও পুরোনো আরক
ক্রমাগত ডুবে যাই— এবং চরিত্র মতো সেই জল নীল
এবং শিবার অর্থ বৃন্দগান, তুমি তো জানোই
শরীরে পানীয় ঢেলে বিবাহের স্বস্তি ধুয়ে যায় আজ, বোঝো
Facebook Comments
Posted in: February 2021, POETRY