দীপ্ত প্রসাদ সিংহ-এর কবিতা

এই হুডির ভেতর
অন্ধকারের বালক খসে পড়ছে

কিছু অল্প শীতকাল
সময়ের আগেই এস
আর

তোমার হাটুর কুয়াশা বিক্রি কোরো না

সময়ের আগে এসো লাফ মারার যন্ত্রে

Facebook Comments

Leave a Reply