অশোক ঘোড়ই-এর কবিতা
মাটি ছুঁয়ে আছো
তোমাকে খোসায় নিতে চেয়ে
যদিও সুস্বাদু হয় বাদামেরা,
তুমিই অবহেলার মাটি ছুঁয়ে আছো
একদিকে আমলকি বন অন্যদিকে
খরগোশ শরীর
মাঝে, তুমি মাটি ছুঁয়ে আছো
আর তোমাকে ছুঁয়ে আছে সুস্বাদু বাদামেরা
পালক
ডিমের অর্ধেক খোসা তুমি নীল করে রাখো
অর্ধেক নীলের মধ্যে রেখে দিও দীর্ঘশ্বাস
বসত কবেই ফিকে হয়ে গেছে
ডানা ঝরে গিয়ে শুধুই পালক থেকে গেল
হাওয়ায় পালক ওড়ে, হাওয়াকে পালক ওড়ায়
নীল ডিমে দীর্ঘশ্বাস বাড়ে,
অন্ধকার, তোমারও আয়ু বেড়ে যায়
নোনা ধরা সমুদ্রের ঢেউ
তামাক খেতের পাশে আমার কাঠের ঘর
পুরনো কাঠের সিঁড়ি
সমুদ্রের ডাক আর ঢেউ আসে
দূর থেকে খুব কাছাকাছি
এখনও নিজেদের ভাঙতে শেখেনি যেসব ঢেউ
তাদের সমুদ্রে দিয়ে আসি
এ ঘরও তুমি নিয়ে নেবে একদিন
কাঠের সিঁড়িও ভাঙবে
তোমার পায়ের চাপে, নিজেদের ভাঙতে শিখবে
না-শেখা সব ঢেউ,
নোনা ধরা সমুদ্রের ঢেউ
Posted in: January 2021, POETRY